11:32 pm, Thursday, 13 November 2025

লা লিগা সভাপতি জেভিয়ারের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট::লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস পদত্যাগ করেছেন। বুধবার (২২ নভেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েই পরবর্তী নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, চতুর্থবারের মতো লা লিগার কর্তার আসন গ্রহণ করতে এই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সে হিসেবে জেভিয়ারের পদত্যাগের বিষয়টি আশ্চর্য হওয়ার মতো কিছু নয়।

লা লিগার নিয়মানুযায়ী চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জেভিয়ারের। তবে সেটা করলে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। আর সেগুলো এড়িয়ে যেতেই এক মাস আগে পদত্যাগ করেছেন তিনি।

লা লিগা সভাপতি নির্বাচনে এক মাসের মতো সময় লাগে। জেভিয়ার যদি এক মাস পরে পদত্যাগ করতেন তবে এই নির্বাচন এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নির্বাচন একই সময়ে পড়ে যেত। এই সংঘর্ষ এড়াতেই একটু আগে পদত্যাগ করেছেন জেভিয়ার। তার পদত্যাগের পর ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রথম মাসেই লা লিগা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

লা লিগা সভাপতি জেভিয়ারের পদত্যাগ

Update Time : 09:33:06 am, Thursday, 23 November 2023

ডেস্ক রিপোর্ট::লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস পদত্যাগ করেছেন। বুধবার (২২ নভেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েই পরবর্তী নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, চতুর্থবারের মতো লা লিগার কর্তার আসন গ্রহণ করতে এই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সে হিসেবে জেভিয়ারের পদত্যাগের বিষয়টি আশ্চর্য হওয়ার মতো কিছু নয়।

লা লিগার নিয়মানুযায়ী চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জেভিয়ারের। তবে সেটা করলে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। আর সেগুলো এড়িয়ে যেতেই এক মাস আগে পদত্যাগ করেছেন তিনি।

লা লিগা সভাপতি নির্বাচনে এক মাসের মতো সময় লাগে। জেভিয়ার যদি এক মাস পরে পদত্যাগ করতেন তবে এই নির্বাচন এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নির্বাচন একই সময়ে পড়ে যেত। এই সংঘর্ষ এড়াতেই একটু আগে পদত্যাগ করেছেন জেভিয়ার। তার পদত্যাগের পর ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রথম মাসেই লা লিগা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।