4:13 am, Wednesday, 19 November 2025

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ স্থগিত করা হয়নি, দেরিতে শুরু হবে

ডেস্ক রিপোর্ট :: বাড়িভাড়া বাড়ানোসহ শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি স্থগিত করা হয়নি, এই কর্মসূচি দেরিতে শুরু হবে বলে জানানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ফেসবুকে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রশাসনের অনুরোধে মার্চ টু সচিবালয় কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হবে। মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিত করা হয়নি।

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি হওয়ার কথা ছিল।

শিক্ষক নেতারা বলেন, তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল চেম্বার অব কমার্সের নির্বাচনে প্যানেল ঘোষণা

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ স্থগিত করা হয়নি, দেরিতে শুরু হবে

Update Time : 08:41:35 am, Tuesday, 14 October 2025

ডেস্ক রিপোর্ট :: বাড়িভাড়া বাড়ানোসহ শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি স্থগিত করা হয়নি, এই কর্মসূচি দেরিতে শুরু হবে বলে জানানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ফেসবুকে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রশাসনের অনুরোধে মার্চ টু সচিবালয় কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হবে। মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিত করা হয়নি।

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি হওয়ার কথা ছিল।

শিক্ষক নেতারা বলেন, তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে।