এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজান উপলক্ষে কাতার প্রবাসী হাজী সেলিম আহমদ প্রতিষ্ঠিত ‘হাজী সেলিম ফাউন্ডেশন’ এর উদ্যোগে উপজেলার ২ নং ভূনবীর ইউনিয়নের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।
একই সাথে হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী মুহাম্মদ সালমান কাদিরসহ ৫জন হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট্র প্রদান করা হয়।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল (পুরানগাঁও) গ্রামে অবস্থিত হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে পাগড়ি ও ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহার সামগ্রি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহত, শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ এবং মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত জামেয়া মাহমুদিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী সেলিম আহমদ এর পিতা, ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট মুরব্বী হাজী সৈয়দ আহমেদ।
হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানীর সার্বিক তত্ত্বাবধানে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতিসহ এলাকার বিশিষ্ট মুরব্বিরা উপস্থিত থেকে মাদরাসার শিক্ষার্থীসহ ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহারের ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবু আইয়ুব আনসারী, মাওলানা সুফিয়ান সাওরি, মাওলানা ইমরান হোসাইন।
হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী জানান, হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে
চতুর্থ বারের মতো ২ নং ভুনবীর ইউনিয়নের সকল ইমাম ও মুয়াজ্জিনসহ দুই শতাধিক রোজাদার মানুষের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রি তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাজী সেলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান মাসজুড়ে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে। অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাতার প্রবাসী হাজী সেলিম আহমদ ২০১৯ সালে ‘হাজী সেলিম ফাউন্ডেশনটি’ প্রতিষ্ঠা করেন এবং ২০২৩ সালে হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়।
6:23 pm, Monday, 17 November 2025
News Title :
শ্রীমঙ্গলে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী সেলিম ফাউন্ডেশনের উপহার বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:25:33 am, Monday, 3 March 2025
- 125 Time View
Tag :
Popular Post






























