9:49 am, Tuesday, 18 November 2025

সহকর্মীর গুলিতে ভারতে ৫ বিএসএফ কনস্টেবল নিহত

অনলাইন ডেস্ক: এলোপাতাড়ি গুলি করে চার সহকর্মীকে হত্যা করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল। রোববার (৬ মার্চ) সকালে পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে এমন ঘটনা ঘটেছে

হামলাকারী বিএসএফ সদস্যের নাম সত্তেপা এসকে। আনন্দবাজারপত্রিকা অনলাইনের খবর বলছে, সহকর্মীদের সঙ্গে বচসার একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন এই বিএসএফ কনস্টেবল।এতে আরও কয়েকজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফ বলছে, খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে, সেখানে সকালে সাতেপ্পা এসকে নামে বিএসএফের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালান।

আহত জওয়ানদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চার জওয়ান নিহত হয়েছেন। সাতেপ্পা নিজেও মারা গেছেন। কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে বচসা চলাকালীন আচমকাই সাতেপ্পা গুলি চালিয়ে দেন। যদিও কোন পরিস্থিতিতে ওই জওয়ান গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Tag :
About Author Information

Sirajul Islam

সহকর্মীর গুলিতে ভারতে ৫ বিএসএফ কনস্টেবল নিহত

Update Time : 05:49:37 pm, Sunday, 6 March 2022

অনলাইন ডেস্ক: এলোপাতাড়ি গুলি করে চার সহকর্মীকে হত্যা করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল। রোববার (৬ মার্চ) সকালে পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে এমন ঘটনা ঘটেছে

হামলাকারী বিএসএফ সদস্যের নাম সত্তেপা এসকে। আনন্দবাজারপত্রিকা অনলাইনের খবর বলছে, সহকর্মীদের সঙ্গে বচসার একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন এই বিএসএফ কনস্টেবল।এতে আরও কয়েকজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফ বলছে, খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে, সেখানে সকালে সাতেপ্পা এসকে নামে বিএসএফের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালান।

আহত জওয়ানদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চার জওয়ান নিহত হয়েছেন। সাতেপ্পা নিজেও মারা গেছেন। কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে বচসা চলাকালীন আচমকাই সাতেপ্পা গুলি চালিয়ে দেন। যদিও কোন পরিস্থিতিতে ওই জওয়ান গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।