9:28 pm, Thursday, 13 November 2025

সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট :: সাবেক সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।

আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্বাস আলী মণ্ডল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। তিনি ১৯৭৫ পরবর্তীতে সুদীর্ঘকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্ত্রী আব্বাস আলী মন্ডলের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আব্বাস আলী মন্ডল আজ ভোর রাত সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ০৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ, জয়পুরহাটের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।

 

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Update Time : 10:32:08 am, Tuesday, 26 July 2022

ডেস্ক রিপোর্ট :: সাবেক সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।

আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্বাস আলী মণ্ডল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। তিনি ১৯৭৫ পরবর্তীতে সুদীর্ঘকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্ত্রী আব্বাস আলী মন্ডলের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আব্বাস আলী মন্ডল আজ ভোর রাত সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ০৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ, জয়পুরহাটের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।