10:32 am, Tuesday, 18 November 2025

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

সিলেট প্রতিনিধি :: সিলেটের সদর উপজেলায় হাওরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) ভোর ছয়টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকার সাতগাছি হাওরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন সাহেবেরবাজার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে। তিনি এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৪ কন্যা সন্তানের জনক।

তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের লোকজনেরা শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

Update Time : 08:00:09 am, Saturday, 9 April 2022

সিলেট প্রতিনিধি :: সিলেটের সদর উপজেলায় হাওরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) ভোর ছয়টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকার সাতগাছি হাওরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন সাহেবেরবাজার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে। তিনি এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৪ কন্যা সন্তানের জনক।

তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের লোকজনেরা শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।