সিলেট প্রতিনিধি: সিলেট-লন্ডনের বিমানের ফ্লাইটে ঘুষি মেরে ভেঙে দেওয়া যাত্রী মো. শওকত আলী মদ্যপ ছিলেন বলে জানা গেছে। বিমানের নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে।
এসব অভিযোগে শওকতকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ওসমানী বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানের একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই যুবক। তিনি মদ্যপ ছিলেন। তার আসন নং ছিল ২৭-এ।
জানা গেছে, তিনি অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। গালিগালাজের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। তখন বিমানের লোকজন দড়ি দিয়ে তাকে নিজের আসনের সাথে বেঁধে রাখেন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লিল গালি-গালাজ শুরু করেন।
এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশী।
সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদলতর হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন বলেও বিমান সূত্রটি নিশ্চিত করে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফ এ অর্থদণ্ড প্রদান করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ আহমদ।
এদিকে, বিমান বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এমন মদ্যপ যাত্রীকে ফ্লাইটে আরোহন করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন হয়রানির শিকার কর্মকর্তা ও ক্রুরা।
4:13 am, Wednesday, 19 November 2025
News Title :
সিলেট বিমানবন্দরে ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙ্গলেন যাত্রী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:33:31 pm, Thursday, 9 October 2025
- 97 Time View
Tag :
Popular Post


























