10:07 am, Friday, 14 November 2025

সিলেট স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় ছোট শিশুদের নিয়ে বৃষ্টি দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা স্কলার্সহোম সিলেট শিবগঞ্জ শাখায় ছোট শিশুদের নিয়ে উদযাপন করা হয় বৃষ্টি দিবস ।
আজ সোমবার স্কলার্সহোম সিলেট শিবগঞ্জ শাখায় দিবসটি পালনকালে শিশুরা সারিবদ্ধভাবে ছাতা হাতে রেইন কোট পড়ে কৃত্রিম পুকুরে নৌকা ভাসায়। শিশুদের কলোরব ও রঙ – বেরঙের নৌকায় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। প্লে, কেজি- l, কেজি-ll – র শিশুদের কাছে আজকের প্রধান আকর্ষণ ছিল পুকুরের নানা ধরনের মাছ।


প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসসহ শিক্ষকরা শিশুদের সাথে আনন্দ উপভোগ করেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে এবং সমাপ্ত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্যাংক অফিসার্স এসোসিয়েশন ‘মৌলভীবাজার এর নবগঠিত কমিটির পরিচিত সভা ও নৈশভোজ অনুষ্ঠিত, ১৩/১১/২০২৫

সিলেট স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় ছোট শিশুদের নিয়ে বৃষ্টি দিবস উদযাপন

Update Time : 10:37:25 am, Monday, 8 August 2022

বিশেষ প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা স্কলার্সহোম সিলেট শিবগঞ্জ শাখায় ছোট শিশুদের নিয়ে উদযাপন করা হয় বৃষ্টি দিবস ।
আজ সোমবার স্কলার্সহোম সিলেট শিবগঞ্জ শাখায় দিবসটি পালনকালে শিশুরা সারিবদ্ধভাবে ছাতা হাতে রেইন কোট পড়ে কৃত্রিম পুকুরে নৌকা ভাসায়। শিশুদের কলোরব ও রঙ – বেরঙের নৌকায় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। প্লে, কেজি- l, কেজি-ll – র শিশুদের কাছে আজকের প্রধান আকর্ষণ ছিল পুকুরের নানা ধরনের মাছ।


প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসসহ শিক্ষকরা শিশুদের সাথে আনন্দ উপভোগ করেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে এবং সমাপ্ত হয়।