11:24 pm, Thursday, 13 November 2025

সুপারমুন এ সপ্তাহে স্বাভাবিকের তুলনায় উজ্জ্বল থাকবে যে কারণে

 

ডেস্ক রিপোর্ট:সোমবার সন্ধ্যায় যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি তাহলে চাঁদ আমাদের কাছে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় আর উজ্জ্বল বলে মনে হয়েছে।

জুলাই মাসের এই সুপারমুন বা পূর্ণ চাঁদ তিন দিন পর্যন্ত দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

বাক মুন বা হরিণ চাঁদ নামে পরিচিত এই চাঁদ পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকবে।

এর কারণ হচ্ছে পৃথিবীর মহাকর্ষ শক্তির টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্ত নয়। বরং এটি একটি দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো বা উপবৃত্তাকার।

এই কারণে, চাঁদ তার ২৭.৩২ দিনের কক্ষপথে এমন একটি সময়ে পৌঁছায় যখন এটি পৃথিবীর কাছাকাছি থাকে এবং অন্য সময়ে এটি পৃথিবী থেকে আরো দূরে সরে যায়।

সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকে এবং তার ভরা পূর্ণিমা পর্ব চলে।

রয়্যাল অবজারভেটরি এর তথ্য অনুসারে, স্থানীয় আমেরিকান সংস্কৃতি অনুযায়ী জুলাই মাসের এই চাঁদটিকে বাক মুন বা হরিণ চাঁদ নামকরণ করা হয়েছে কারণ এ মাসে পুরুষ হরিণের শিংগুলি পরিপূর্ণভাব বৃদ্ধি পায়। এসময়ে পুরুষ হরিণগুলোর শিং ঝরে পড়ে আবার নতুন করে গজায়।

ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক নামে আমেরিকার কৃষি ও জ্যোতির্বিদ্যা বিষয়ক জার্নালের তথ্য অনুসারে সোমবার, বৃটিশ মান সময় দুপুর ১২:৩৯ মিনিট বা বাংলাদেশ সময় বিকেল ৫:৩৯ এর সময় চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল।

বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করা জার্নাল দ্য অ্যালম্যানাক বলেছে যে, এই বছর আমরা এরইমধ্যে যে পূর্ণ চাঁদ বা পূর্ণিমা দেখেছি তার চেয়ে বাক মুনের সময় এটি পৃথিবীর আরো বেশি কাছে থেকে একে প্রদক্ষিণ করবে।

এই বছরের অগাস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকা একমাত্র সুপারমুন হবে বলেও এই জার্নালের প্রকাশনায় বলা হয়।

বিবিসি আবহাওয়া বিষয়ক উপস্থাপক স্টাভ ডানাওস এর তথ্য অনুসারে, যুক্তরাজ্যে রাতের প্রথম ভাগেই ইংল্যান্ড, ওয়েলস, দক্ষিণ স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে সুপারমুন দেখার সেরা সময় হবে।

তিনি আরও বলেন, রাত বাড়ার সাথে সাথে চাঁদের দৃশ্যমানতা কমে আসবে কারণ এর পরে মধ্য স্কটল্যান্ডের বেশিরভাগ আকাশ জুড়ে মেঘ ও বৃষ্টি ছেয়ে থাকবে। মধ্যরাতের পর, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের আকাশেও মেঘ এবং বৃষ্টি ছড়িয়ে পড়েবে।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

সুপারমুন এ সপ্তাহে স্বাভাবিকের তুলনায় উজ্জ্বল থাকবে যে কারণে

Update Time : 12:01:01 pm, Wednesday, 5 July 2023

 

ডেস্ক রিপোর্ট:সোমবার সন্ধ্যায় যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি তাহলে চাঁদ আমাদের কাছে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় আর উজ্জ্বল বলে মনে হয়েছে।

জুলাই মাসের এই সুপারমুন বা পূর্ণ চাঁদ তিন দিন পর্যন্ত দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

বাক মুন বা হরিণ চাঁদ নামে পরিচিত এই চাঁদ পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকবে।

এর কারণ হচ্ছে পৃথিবীর মহাকর্ষ শক্তির টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্ত নয়। বরং এটি একটি দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো বা উপবৃত্তাকার।

এই কারণে, চাঁদ তার ২৭.৩২ দিনের কক্ষপথে এমন একটি সময়ে পৌঁছায় যখন এটি পৃথিবীর কাছাকাছি থাকে এবং অন্য সময়ে এটি পৃথিবী থেকে আরো দূরে সরে যায়।

সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকে এবং তার ভরা পূর্ণিমা পর্ব চলে।

রয়্যাল অবজারভেটরি এর তথ্য অনুসারে, স্থানীয় আমেরিকান সংস্কৃতি অনুযায়ী জুলাই মাসের এই চাঁদটিকে বাক মুন বা হরিণ চাঁদ নামকরণ করা হয়েছে কারণ এ মাসে পুরুষ হরিণের শিংগুলি পরিপূর্ণভাব বৃদ্ধি পায়। এসময়ে পুরুষ হরিণগুলোর শিং ঝরে পড়ে আবার নতুন করে গজায়।

ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক নামে আমেরিকার কৃষি ও জ্যোতির্বিদ্যা বিষয়ক জার্নালের তথ্য অনুসারে সোমবার, বৃটিশ মান সময় দুপুর ১২:৩৯ মিনিট বা বাংলাদেশ সময় বিকেল ৫:৩৯ এর সময় চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল।

বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করা জার্নাল দ্য অ্যালম্যানাক বলেছে যে, এই বছর আমরা এরইমধ্যে যে পূর্ণ চাঁদ বা পূর্ণিমা দেখেছি তার চেয়ে বাক মুনের সময় এটি পৃথিবীর আরো বেশি কাছে থেকে একে প্রদক্ষিণ করবে।

এই বছরের অগাস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকা একমাত্র সুপারমুন হবে বলেও এই জার্নালের প্রকাশনায় বলা হয়।

বিবিসি আবহাওয়া বিষয়ক উপস্থাপক স্টাভ ডানাওস এর তথ্য অনুসারে, যুক্তরাজ্যে রাতের প্রথম ভাগেই ইংল্যান্ড, ওয়েলস, দক্ষিণ স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে সুপারমুন দেখার সেরা সময় হবে।

তিনি আরও বলেন, রাত বাড়ার সাথে সাথে চাঁদের দৃশ্যমানতা কমে আসবে কারণ এর পরে মধ্য স্কটল্যান্ডের বেশিরভাগ আকাশ জুড়ে মেঘ ও বৃষ্টি ছেয়ে থাকবে। মধ্যরাতের পর, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের আকাশেও মেঘ এবং বৃষ্টি ছড়িয়ে পড়েবে।