11:48 pm, Thursday, 13 November 2025

সেরা অভিনেতার পুরস্কার পেলেন আহমেদ রুবেল

বিনোদন ডেস্ক : জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আহমেদ রুবেল। এই চলচ্চিত্রে তিনি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে এই ছবি।
ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন ক্যামেল পুরস্কার পেয়েছে ভারতের নবীন নির্মাতা রাহুল কাবালির ‘ফিয়ারলেস ডিল্যুশন’। আর মেক্সিকোর চলচ্চিত্র ‘দ্য পিংক লেগুন’–এ অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন মনিকা আর্স। আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা ও শিল্পী অপর্ণা সেন।

এর আগে কানাডার ভ্যাঙ্কুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গত নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’–এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। ছবিটি পরে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে; পেয়েছে বিশেষ পুরস্কার।
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ছবিটি নির্মাণ করেছেন প্রসূন রহমান। তিনি বলেন, ‘এটি সিনেমার অন্তর্জগৎ নিয়ে সিনেমা। পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর নির্মাতা সত্যজিৎ রায়ের প্রভাব ও তাদের দিক থেকে অগ্রজ নির্মাতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর গল্প।’
পরিচালনার পাশাপাশি ‘প্রিয় সত্যজিৎ’–এর চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। এতে নবীন নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এ ছাড়া সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ আরও অনেকেই কাজ করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

সেরা অভিনেতার পুরস্কার পেলেন আহমেদ রুবেল

Update Time : 06:36:44 am, Monday, 9 January 2023

বিনোদন ডেস্ক : জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আহমেদ রুবেল। এই চলচ্চিত্রে তিনি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে এই ছবি।
ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন ক্যামেল পুরস্কার পেয়েছে ভারতের নবীন নির্মাতা রাহুল কাবালির ‘ফিয়ারলেস ডিল্যুশন’। আর মেক্সিকোর চলচ্চিত্র ‘দ্য পিংক লেগুন’–এ অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন মনিকা আর্স। আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা ও শিল্পী অপর্ণা সেন।

এর আগে কানাডার ভ্যাঙ্কুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গত নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’–এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে। ছবিটি পরে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে; পেয়েছে বিশেষ পুরস্কার।
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ছবিটি নির্মাণ করেছেন প্রসূন রহমান। তিনি বলেন, ‘এটি সিনেমার অন্তর্জগৎ নিয়ে সিনেমা। পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর নির্মাতা সত্যজিৎ রায়ের প্রভাব ও তাদের দিক থেকে অগ্রজ নির্মাতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর গল্প।’
পরিচালনার পাশাপাশি ‘প্রিয় সত্যজিৎ’–এর চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। এতে নবীন নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এ ছাড়া সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ আরও অনেকেই কাজ করেছেন।