8:51 am, Friday, 14 November 2025

১৪ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ১৪ হাজার সেনা সদস্যকে হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ সেনা যুদ্ধে নিহত হয়েছেন।

ইউক্রেনীয় বাহিনী ৪৪৪টি রুশ ট্যাংক, ১৪৩৫টি সাঁজোয়া যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন এবং ৩টি জাহাজ ধ্বংস করেছে বলেও দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

তবে এই পরিসংখ্যান আনুমানিক এবং তীব্র লড়াই চলার কারণে তা যাচাই করা জটিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে মৃতের সংখ্যা জানানো হয়েছিল। তারা বলেছিল, ইউক্রেনে ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। তবে উভয় পক্ষের দাবি যাচাই করার কোনো উপায় নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ মার্চ) রুশ আগ্রাসন ২২তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর। রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনাও রক্ষা পাচ্ছে না। হাসপাতাল, থিয়েটার, স্টেডিয়াম, রেলব্যবস্থাপনাতেও হামলা করেছে রুশ সেনারা। অন্যদিকে একের পর এক নিষেধাজ্ঞায় বিশ্ব থেকে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

১৪ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

Update Time : 12:47:49 pm, Thursday, 17 March 2022

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ১৪ হাজার সেনা সদস্যকে হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ সেনা যুদ্ধে নিহত হয়েছেন।

ইউক্রেনীয় বাহিনী ৪৪৪টি রুশ ট্যাংক, ১৪৩৫টি সাঁজোয়া যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন এবং ৩টি জাহাজ ধ্বংস করেছে বলেও দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

তবে এই পরিসংখ্যান আনুমানিক এবং তীব্র লড়াই চলার কারণে তা যাচাই করা জটিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে মৃতের সংখ্যা জানানো হয়েছিল। তারা বলেছিল, ইউক্রেনে ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। তবে উভয় পক্ষের দাবি যাচাই করার কোনো উপায় নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ মার্চ) রুশ আগ্রাসন ২২তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর। রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনাও রক্ষা পাচ্ছে না। হাসপাতাল, থিয়েটার, স্টেডিয়াম, রেলব্যবস্থাপনাতেও হামলা করেছে রুশ সেনারা। অন্যদিকে একের পর এক নিষেধাজ্ঞায় বিশ্ব থেকে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া।