1:55 pm, Tuesday, 18 November 2025

১ সপ্তাহে ২টি তেল ট্যাংকার জব্দ করল ইরান

 

ডেস্ক রিপোট:হরমুজ প্রণালীতে এক বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরান। এই অঞ্চলে চলতি সপ্তাহে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটল।

এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইউএস ফিফথ ফ্লিট ও ইরানি মিডিয়া বুধবার নিশ্চিত করেছে যে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী ব্যস্ত জলপথে একটি ট্যাংকার থামিয়েছে।

ফিফথ ফ্লিটের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত আক্রমণ করতে সক্ষম আইআরজিসির বেশ কয়েকটি জাহাজ ট্যাংকারটি থামিয়ে দেয়। ট্যাকারটি পানামার পতাকাধারী নিয়োভি।

যুক্তরাষ্ট্র বলছে, বেআইনিভাবে জব্দ করার সময় ট্যাংকারটিকে ইরানের জলসীমায় যেতে বাধ্য করা হয়েছিল।

ইরানে রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে, ট্যাংকারটি আইআরজিসি জব্দ করেছে। এর বেশি কিছু বলেনি তারা।

বার্তাসংস্থা মিজান প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের এক প্রসিকিউটর বলেছেন, অভিযোগের পর বিচারিক আদেশের ফলে এটি জব্দ করা হয়েছে।

তবে আইআরজিসি এখনও ট্যাংকারটির নাম জানায়নি। কিংবা কেন ট্যাংকারটি আটকানো হয়েছে তাও বলেনি।

গেল বৃহস্পতিবার ইরানি সেনাবাহিনীর নৌ বাহিনী ওমান উপসাগর থেকে আরেকটি তেলের ট্যাংকার আটক করে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

১ সপ্তাহে ২টি তেল ট্যাংকার জব্দ করল ইরান

Update Time : 12:12:16 pm, Thursday, 4 May 2023

 

ডেস্ক রিপোট:হরমুজ প্রণালীতে এক বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরান। এই অঞ্চলে চলতি সপ্তাহে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটল।

এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইউএস ফিফথ ফ্লিট ও ইরানি মিডিয়া বুধবার নিশ্চিত করেছে যে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী ব্যস্ত জলপথে একটি ট্যাংকার থামিয়েছে।

ফিফথ ফ্লিটের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত আক্রমণ করতে সক্ষম আইআরজিসির বেশ কয়েকটি জাহাজ ট্যাংকারটি থামিয়ে দেয়। ট্যাকারটি পানামার পতাকাধারী নিয়োভি।

যুক্তরাষ্ট্র বলছে, বেআইনিভাবে জব্দ করার সময় ট্যাংকারটিকে ইরানের জলসীমায় যেতে বাধ্য করা হয়েছিল।

ইরানে রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে, ট্যাংকারটি আইআরজিসি জব্দ করেছে। এর বেশি কিছু বলেনি তারা।

বার্তাসংস্থা মিজান প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের এক প্রসিকিউটর বলেছেন, অভিযোগের পর বিচারিক আদেশের ফলে এটি জব্দ করা হয়েছে।

তবে আইআরজিসি এখনও ট্যাংকারটির নাম জানায়নি। কিংবা কেন ট্যাংকারটি আটকানো হয়েছে তাও বলেনি।

গেল বৃহস্পতিবার ইরানি সেনাবাহিনীর নৌ বাহিনী ওমান উপসাগর থেকে আরেকটি তেলের ট্যাংকার আটক করে।