4:07 am, Wednesday, 19 November 2025

৮দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী ১নভেম্বর রেল অব রোধের ডাক


কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট বিভাগের রেলপথ উন্নয়ন ও অবকাঠামো সংক্রান্ত ৮দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রেলওয়ের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে আশ্বাস দেওয়া হলেও তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। বরং তারা ঘোষণা দেন, আগামী ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। বৈঠক শেষে আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেন।

বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন- সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।

সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই বলেন, রেলওয়ে কর্মকর্তারা বাস্তব পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাসের বাণী শুনিয়েছেন। আমরা তা প্রত্যাখ্যান করছি। ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথ অবরোধ করা হবে। তারা সিলেট বিভাগের সাধারণ মানুষকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দিলে রেলওয়ের জিআরএম মো. মহিউদ্দিন আরিফ ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল চেম্বার অব কমার্সের নির্বাচনে প্যানেল ঘোষণা

৮দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী ১নভেম্বর রেল অব রোধের ডাক

Update Time : 05:50:35 pm, Friday, 10 October 2025


কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট বিভাগের রেলপথ উন্নয়ন ও অবকাঠামো সংক্রান্ত ৮দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রেলওয়ের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে আশ্বাস দেওয়া হলেও তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। বরং তারা ঘোষণা দেন, আগামী ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। বৈঠক শেষে আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেন।

বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন- সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।

সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই বলেন, রেলওয়ে কর্মকর্তারা বাস্তব পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাসের বাণী শুনিয়েছেন। আমরা তা প্রত্যাখ্যান করছি। ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথ অবরোধ করা হবে। তারা সিলেট বিভাগের সাধারণ মানুষকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দিলে রেলওয়ের জিআরএম মো. মহিউদ্দিন আরিফ ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।