চাতলাপুর থেকে বিষধর পদ্ম খূকরা সাপ লাউয়াচড়ায় উপমুক্ত
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
২৮১
বার পঠিত
মোঃ মালিক মিয়া কমলগঞ্জ:: কমলগঞ্জ শমসেরনগর চাতলাপুর এলাকায় (১৩ নভেম্বর) বুধবার রাতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার এর বাসার গৃহপালিত হাঁস মুরগির ঘরে অস্বাভাবিক মুরগের ডাক শুনে মুরগের ঘর দেখতে গেলে সেখানে সাপ দেখতে পেয়ে হাল্লা চিৎকার করলে আস পাশের লোকজন ছুটে আসেন। পরে অনেক খুজাখুজি করেও সাপটি পাওয়া যায় নি। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে সাপুড়ের মাধ্যমে সাপটি ধরা হয়। এবং ঐদিন দুপুরে জাতীয় উদ্যান লাউয়াচড়া বনে অবমুক্ত করা হয়। এ সময় বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,শামসুন্নাহার উপজেলা প্রশিক্ষিকা সানজিদা ও আনসার-ভিডিপি সদস্য আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৬১১-৯০৬৪১৪.(ওয়ার্সআপ) ০১৭৬১৭১৫৭৮৬
প্রধান উপদেষ্টা :এডভোকেট মুজিবুর রহমান মুজিব ।।
পৃষ্টপোষক: সৈয়দ গৌছুল হোসেন//
বাংলাদেশ অফিস:জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার- ৩২০০।
বার্তা সম্পাদক ও ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭।
আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯
লন্ডন অফিস:শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/ [email protected]