সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: মারা গেলেন বিশ্বের বৃহত্তম পরিবারের প্রধান কর্তা। ভারতের মিজোরামের অধিবাসী জিয়নের বয়স হয়েছিল ৭৬ বছর।
৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ জন নাতি-নাতনি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবারের রেকর্ডটি ছিল তার দখলে।
রবিবার রাতে আইজলের একটি হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালটির চিকিৎসক জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল তার। তিন দিন গ্রামের বাড়িতেই চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজ্যটির বাকতাওয়াং গ্রামে একশ রুমের একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে এক সাথে থাকতেন তিনি। তার বাড়িটি ছিল পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান।
এর আগে ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা রিপ্লে’জ বিলিভ ইট অর নট -এ স্থান পেয়েছিল এই পরিবার। জিয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী।