1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

অনলাইন ডেস্ক : এবারের ভারত বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের আটে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাঁচামরার ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে দুপুর আড়াইটায়।
আজকের ম্যাচে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর শ্রীলঙ্কা। সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে হলে যেকোনো মূল্যে জিততেই হবে থ্রি লায়নদের। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড। নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় আছে বাটলার-ব্রুকদের।
তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশে আসতে পারে কিছুটা পরিবর্তন। এই ম্যাচে দলে ফেরার সম্ভাবনা রয়েছে মঈন আলির। চিন্নাস্বামীর পিচে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয়। সেই পিচের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর দলটা। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বস্তির কারণ হতে পারে দু’দলের অতীত পরিসংখ্যান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত দু’দলের ১১বারের দেখায় ৬টি জয় নিয়ে এগিয়ে আছে ইংল্যান্ড আর পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা।
এদিকে, বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে শ্রীলঙ্কা। ডু অর ডাই ম্যাচের আগে একাদশে পরিবর্তনের আভাস লঙ্কানদের। নিজেদের পঞ্চম ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। অভিজ্ঞ এই অলরাউন্ডার ফেরায় কিছুটা স্বস্তিতে দল। তবে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাড়তি নজর শ্রীলঙ্কার। অন্যদিকে, শেষ পাঁচ ম্যাচে লঙ্কানদের জয় আছে একটিতে। সাম্প্রতিক এই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটা। সুপার ফোরের আশা বাচিয়ে রাখতে এ ম্যাচে জয় চাই লঙ্কানদের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..