1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

প্রকাশ্যে শুভমানকে ভালোবাসা জানালেন সারা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: দু’জনের প্রেমের গুঞ্জন ছাপিয়ে গিয়েছে বিশ্বকাপের উত্তেজনাকেও। একজন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমান গিল। অন্য জন শচীন-কন্যা সারা তেন্ডুলকার। এত দিন সবটাই নাকি চলছিল আড়ালে। যদিও শুভমান বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন। তবে সারা অবশ্য অনেকটা সাহসী। কখনও শুভমানকে প্রকাশ্যে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কখনও শুভমানের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন।

 

তবে আর কোনও লুকোচুরি হয়তো চাইছেন না সারা। প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘ও শুধু আমার।’ রবিবার বিশ্বকাপের ফাইনাল। ইতিমধ্যে আমদাবাদে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের আগেও রাতে নাকি শুভমানের সঙ্গে দেখা করেছেন সারা। এবার নিজের খোলা চুলের হাসিমুখের একটা ছবি দিলেন সারা তার টুইটার অ্যাকাউন্টে। ছবির ক্যাপশনে গিয়ে চোখ আটকে গেল সবার। নিজের ছবিতে শচীন-কন্যা লিখলেন, ‘ও শুধু আমার।’ তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! খুল্লম খুল্লা প্রেমের ইস্তাহার দিলেন তিনি! তাই প্রশ্ন উঠেছে সত্যিই কি প্রকাশ্যে শুভমানকে ভালোবাসা জানালেন সারা? এই ‘ও’ ঠিক কাকে সম্বোধন করেছেন তা খোলসা করেননি সারা। যদিও এই পোস্টে চোখ আটকেছে নেটিজেনদের। সকলের প্রায় একটা প্রশ্ন, তবে কি ফাইনালের আগে প্রেমিক শুভমানকে উদ্বুদ্ধ করতেই এমন হেঁয়ালি ভরা পোস্ট দিলেন শচীন-কন্যা? অ্যাকাউন্টটিতে ব্লু টিক থাকলেও, তা সত্যিই শচীন-কন্যার বলে নিশ্চিত করা যায়নি। সারা ইনস্টাগ্রামে রয়েছেন। তবে তাঁর টুইটার হ্যান্ডল আছে কি না, তা নিশ্চিত নয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..