মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার: “নির্ভয়ে বিদ্যালয়ে যেতে চাই, আনন্দের সাথে শিখতে চাই” এই শ্লোগানকে প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন করেছে শিক্ষাথীরা। আজ সোমবার সকালে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ নতুন কারিকুলাম বাস্তবায়নে তাদের অর্জন ও আনন্দের বহিঃপ্রকাশ করতে র্যালী আয়োজন ও বিদ্যালয় প্রঙ্গনে অবস্থান করে।
সম্মানীয় শিক্ষকগণ সহ শিক্ষার্থীদের এই র্যালী উপস্থিত অভিভাবক সহ গণ্য-মান্য ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রধান শিক্ষক মো: মইনুল হক স্যারের তত্ত্বাবধান, সমর্থন ও আকুন্ঠ সহযোগিতা শিক্ষকমহোদয়গণ ও শিক্ষার্থীরা স্মরণ করেন। বিদ্যালয়টি নতুন কারিকুলাম পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে উত্তরোত্তর এগিয়ে যাক- এই প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।