1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিএনপির সমাবেশে পুলিশ হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকায় বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যায় করা মামলায় আত্মগোপনে থাকা বিএনপির চার নেতাকর্মীকে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ নভেম্বর) সকালে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ইব্রাহীম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন শেরেবাংলানগর থানা বিএনপির আমতলা ইউনিটের সদস্য মো. ইমরান (২৪), একই ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া (৪২), মো. মনির হোসেন (২৮) ও বাদল দাস (৬০)।

উপকমিশনার ইব্রাহীম খান বলেন, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যায় জড়িত আসামিরা গাজীপুর মহানগর সদর থানা এলাকায় আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় সদর থানার লক্ষ্মীপুরা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

পরে ইমরানের দেওয়া তথ্য মতে, ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ, ছবি এবং আসামির মোবাইল ফোন বিশ্লেষণ করে ওই ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন ও বাদল দাসকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইমরান, পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন।

বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর গ্রেপ্তার এড়াতে তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..