বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
মশাহিদ আহমদ : “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে দিনব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আজ ১৭ জুন। উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবিরের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কমকর্তা বাদল চন্দ্র বর্মনের সঞ্চালনায় আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা তথ্য অফিস উপ-পরিচালক (রুঃদাঃ), মোঃ আব্দুছ ছাত্তার। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন- ডাঃ সুমন বর্মন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক সাজেদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি কমকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,এনজিও কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধি। এতে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধ, শিক্ষা, বাল্যবিবাহ,মাদক,নিরাপদ সড়ক,শিশু পানিতে ডোবা প্রতিরোধ, জেন্ডার সমতা,শিশু ও নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, শিশুর যথাযথ বিকাশ, নিরাপদ মাতৃত্ব এবং অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা হয়। কর্মশালায় প্রায় ৫০ জন বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।