শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউডের তারকা অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা এবার খোলাসা করলেন নিজের সবচেয়ে পছন্দের পুরুষকে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে জেনেলিয়া নিজের ভক্ত ও শুভানুধ্যায়ীদের সাথে শেয়ার করেন তার সবচেয়ে পছন্দের পুরুষের নাম ও ছবি।
সাদাকালো একটি ছবি শেয়ার দিয়ে বলিউডের তারকা অভিনেতা রিতেশ দেশমুখের নাম উল্লেখ করে ইনস্টাগ্রামে করা পোস্টটিতে তিনি লেখেন, যদি কেউ তাকে প্রশ্ন করেন যে রিতেশ দেশমুখ কে, তাহলে তিনি নির্দ্বিধায় উত্তর দেবেন তার কাছে পুরো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ তার স্বামী রিতেশ।
জেনেলিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ইতোমধ্যে রিতেশের ভালোবাসার অভিব্যক্তি দেখা গিয়েছে। সেখানে রিতেশ জেনেলিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, জীবনে জেনেলিয়াই যেনো তার গোটা পৃথিবী জুড়ে অবস্থান করছেন এবং তিনি জেনেলিয়াকে খুব ভালোবাসেন।
ইনস্টাগ্রাম পোস্টটিতে জেনেলিয়া ও রিতেশের রসায়ন ঘিরে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কারণ বলিউডে যেখানে বহু বছরের পুরাতন জুটিদের মধ্যেও ভাঙন সৃষ্টি হচ্ছে সেখানে রিতেশ-জেনেলিয়া জুটি ভালোবাসা ও পারিবারিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও নেটিজেনরা মনে করছেন।
এর আগে এক টকশোতে জেনেলিয়া জানান, তিনি রিতেশের সাথে নিজের সম্পর্ককে সুদৃঢ় রাখতে কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন। কারণ তার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি।