শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : কয়েক মাস আগেই দুঃসংবাদ দিয়ে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রুবিনা দিলায়েক। জুন মাসে তার স্বামী সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্ত্রীর সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাদের গাড়ির। তবে এবার এল সুখবর। যমজ কন্যাসন্তানের মা হয়েছেন রুবিনা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার (১৬ ডিসেম্বর) অভিনেত্রীর জিম ট্রেইনার জানিয়েছেন তার যমজ কন্যাসন্তান হওয়ার কথা। যদিও পরবর্তীতে পোস্টটি এডিট করা হয়েছে।
বলি তারকা রুবিনা ও অভিনব শুক্লা ভালোবেসে ২০১৮ সালে বিয়ে করেন। এরপর ২০২০ সালের বিগ বস ১৪-তে একসঙ্গে দেখা যায় তাদের। আসরটিতে তারা জয়ী হন। হারিয়ে দেন গায়ক রাহুল বৈদ্যকে।
এর আগে সেপ্টেম্বরে ক্রুজ ভ্যাকেশন থেকে কয়েকটি ছবি সোশ্যালে শেয়ার করেছিলেন এই তারকা দম্পতি। ওই সময় ক্যাপশনে লিখেছিলেন, ডেটিংয়ের সময়ই আমরা একে-অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, একসঙ্গে গোটা বিশ্ব ঘুরে দেখব। তারপর বিয়ে হলো, এখন গোটা পরিবার মিলে সেটা করব। আর শিগগিরই আমাদের ছোট্ট ট্রাভেলার চলে আসবে।
এছাড়া রুবিনা এক সাক্ষাৎকারে প্রেগন্যান্সির প্রথম তিন মাসের সময় গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলে জানিয়েছিলেন। গর্ভবস্থার শুরুতেই জীবন-মরণ লড়াই চলছিল তাদের। সঙ্গে মানসিক চাপ তো ছিলোই।
এ অভিনেত্রী ‘ছোটি বাহু’, ‘সাস বিনা শ্বশুরাল’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। বিগ বসে জয় লাভের পর ‘খতরো কে খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’তেও অংশ নিয়েছিলেন। আর স্বামী অভিনবকে ‘জানে কেয়া বাহ হুয়ি’, ‘গীত… হুয়ি সববে পরায়ি’, ‘এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’-এর মতো মেগায় দেখা গেছে।