সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট::হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করা তারকা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তারই এক প্রাক্তন সহকারী আস্টা জোনাসন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে দায়ের করা এক দেওয়ানী মামলায় ভিনের বিরুদ্ধে তার প্রাক্তন সহকারীর প্রতি অশ্লীল আচরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আস্টা জানিয়েছেন, ২০১০ সালে ফাস্ট ফাইভ সিনেমার শুটিং চলাকালে আটলান্টার এক হোটেলে ভিন জোর করে চেপে ধরে তার উপর বসে হস্তমৈথুন করেন। এই ঘটনার এক ঘন্টা পর তাকে বরখাস্ত করা হয়।
অভিযোগে আরও বলা হয় যে, অনিচ্ছার সত্ত্বেও নিজের মহিলা সহকারীর সাথে জোরাজুরি করেন ভিন।
যদিও শুক্রবার (২২ ডিসেম্বর) এসব অভিযোগকে ‘বানোয়াট কাহিনী’ হিসাবে আখ্যা দিয়েছেন ভিন নিজেই। অভিযোগ প্রত্যাখ্যান করে ভিনের অ্যাটর্নি জানান, মাত্র ৯ দিন ভিনের সাথে কাজ করা একজন মহিলা ১৩ বছর আগে কি ঘটেছিলো তা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য দিচ্ছে।
এসব অবিশ্বাসযোগ্য কথায় কাউকে কান দেওয়ার জন্যও ভিনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে তার অ্যাটর্নি জানান।