বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট::থালাপতি বিজয়ের নতুন সিনেমা গ্রেটেস্ট অব অল টাইম (গোট)। সিনেমাটির পোস্টার প্রকাশ হলো সম্প্রতি। এ পোস্টারে তাকে বৈমানিকের পোশাকে দেখা গেছে।পোস্টারে দুজন বিজয়কে দেখা যায়, একজন তরুণ একজন বয়স্ক। দ্বিতীয় লুকটি অনেককেই মনে করিয়ে দিয়েছে ‘লিও’র পার্থিবানকে। তবে গোট একদম নতুন ধারার সিনেমা হতে যাচ্ছে বলেই সবাই মনে করছেন।
বিজয়ের টুইটার থেকে পোস্টার প্রকাশ করা হয়। বিজয়ের পেছনে একটি প্যারাশুট দেখা যায়। বোঝা যাচ্ছে, সিনেমায় বিমান ও উড়ালের অনেক বিষয় থাকবে।
সিনেমাটি পরিচালনা করছেন ভেঙ্কট প্রভু। এর মধ্য দিয়েই ভেঙ্কটের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন বিজয়। ধারণা করা হচ্ছে বছরের প্রথমার্ধেই আসবে সিনেমাটি।