বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট::সলো আর্টিস্ট হিসেবে নতুন রেকর্ড করলেন টেইলর সুইফট। বিলবোর্ড ২০০ টপচার্টে তিনি নিজের জায়গা ধরে রেখেছেন টানা ৬৮ সপ্তাহ।
এর আগে এলভিস প্রিসলি তার ‘রক এন রোল’ দিয়ে টপচার্টে ছিলেন ৬৭ সপ্তাহ। টেইলর তার নতুন রেকর্ড দিয়ে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। সলো আর্টিস্ট হিসেবে তার এ রেকর্ড নতুন করে ভাঙা কঠিন হবে। এছাড়া এ রেকর্ড দিয়েই ২০২৪-এর শুভ সূচনা হলো টেইলরের।