রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়েকে হারানোর পর একই ব্যবধানে প্যারাগুয়েকেও পরাজিত করেছে আলবেসিলেস্তেরা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে লিওনেল স্কালোনির দল।
উরুগুয়ে ম্যাচে জিতলেও একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। যদিও মাঠের খেলায় তার খুব একটা প্রভাব পড়েনি।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া আর্জেন্টিনা চট জলদি এগিয়েও যায়। নবম মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে করা আলেহান্দ্র পাপু গোমেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর খেলার গতি কমিয়ে দিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। বাকি সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আর্জেন্টিনা।
‘এ’-গ্ৰুপেরই অন্য ম্যাচে উরুগুয়ের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে চিলি। আর্জেন্টিনার সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চিলি। ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে প্যারাগুয়ে।