বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় লুয়াইনি-হলিছড়া চা-বাগানে একজন শ্রমিককে বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সাধারণ শ্রমিকরা।
মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন বাগানের পাচঁ শতাধিক শ্রমিক।
সমাবেশে বক্তারা বলেন, বাগান কর্তৃপক্ষ ইচ্ছে মতো শ্রমিক ছাটাই করে। বিনা অপরাধে চা শ্রমিক শ্যামল পাশিসকে বহিষ্কার ও বাগান থেকে উচ্ছেদ করা হয়েছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক নেতা নূরে আলম, লুয়াইনি চা-বাগান পঞ্চায়েত কমিটির সদস্য দিলীপ পাশি প্রমুখ।
সমাবেশে শ্রম আইনের ২৬এর-(ক) ধারা বাতিল, অতিরিক্ত পাতা উত্তোলনের ন্যায্য পাওনা পরিশোধ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। এদিকে সমাবেশ শেষে শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে বাগান কর্তৃপক্ষ ঐ দিনের কাজ বন্ধের ঘোষণা দেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার গেইটে অবস্থান নেয়।
লুয়াইনি চা বাগানের সহকারি ব্যবস্থাপক রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘লেবার হাউজের সঙ্গে চুক্তি মোতাবেক মালিকপক্ষ তাদের দাবি পূরণ করে যাচ্ছে। তারা বেআইনিভাবে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে।’