শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
মো: জাফর ইকবাল: মৌলভীবাজার জেলা পুলিশ চাঞ্চল্যকর ঘটনার রহস্য দ্রুততম সময়ে উদঘটন করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার ২২ জুন পুলিশ সুপারের হল রুমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশের চলমান তৎপরতায় সম্প্রতি সফলতা সমুহ তুলে ধরেন। গত ৫জুন জুড়ী উপজেলার মধ্যবাছিরপুর গ্রামের আব্দুর রহিমের অটোরিক্সা চুরির ঘটনায় আন্ত:জেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্যসহ ৩টি অটোরিক্সা উদ্ধার করে। মৌলভীবাজার ডিবি পুলিশের একটি টিম ২১ জুন কুলাউড়া মৌলভীবাজার রোডের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে ৫২ পিস ইয়াবাসহ পশ্চিম বাজার(কদুরত উল্লাহ রোডের) সবুজ মিয়া(২৮) এক যুবককে গ্রেফতার করে। বড়লেখা উপজেলায় ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে সাধারণ মেয়েদের ছবি অ্যাপস এর মাধ্যমে অশ্লীল করে আপলোড পূর্বক চাদাবাজী ও ব্ল্যাকমেইল করার অপরাধে সুজন রায়(১৮) নামে এক যুবককে গ্রেফতার করে মৌলভীবাজার ডিবি পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশ ১৫ জুন সাতগাও ইউপির লছনা কালী মন্দির পাশ থেকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার পীরপুর দক্ষিণপাড়ার, মো: জুয়েল আহমদ(২১),মো: জমির আলী(৩২)ও তার স্ত্রী আফসানা বেগমকে ১২ কেজি গাজা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এসময় একটি সিএনজিসহ চালককে আটক করা হয়। গত ০৬জুন মোঃ আব্দুছ ছালেক অফিসার ইনর্চাজ, শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই মোহাম্মদ আল আমিন, এসআই রাকিবুল হাছান সহ অন্যান্য অফিসার শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন থেকে আইয়ুব মিয়া আইয়ুব আলীকে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকের মুল্য অনুমানিক ১লাখ ২০হাজার ৬শত টাকা। গত ১২ জুন শ্রীমঙ্গল থানাধীন শান্তিবাগ আ/এ এলাকায় গৃহবধু ঝুমা বেগম (২০) এর রহস্যজনক মৃত্যুতে পুলিশ অভিযান পরিচালনা করে এমদাদুর রহমান সোহাগ (২৮), মোঃ এবাদুর রহমান (৩২) ২ জন আসামীকে গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া চা-বাগান রামপাড়া এলাকায় জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে খুন হওয়া নারায়ন হাজরার আসামী সাধন হাজরা (২৫)ও অঙ্গদ হাজরা (২৮) পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য মোঃ শাহিন মিয়া (২৭), বাহাউদ্দীন (২৮), মোঃ লাদেন মিয়া (১৯), সাব্বির হোসেন (২৯)কে গেস্খফতার ও চোরাইকৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে। ২১ জুন শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউপির দক্ষিন পাচাউন সাকিনে জনৈক মাখন দেব এর জমিতে অজ্ঞাতনামা ব্যক্তির ডান পায়ের উরু হতে পায়ের পাতা পর্যন্ত খন্ডিত ১টি অঙ্গ পরিত্যাক্ত অব¯’ায় পাওয়া যায়। শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মৃত দেহের অবশিষ্ট অংশ উদ্ধারে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা দুর্গেশ দত্তের বাশঁ ঝাড়ের ভিতর অজ্ঞাতনামা ব্যক্তির ডান হাতের কুনুই হতে আংগুল পর্যন্ত ১টি অঙ্গ আংশিক শিয়ালে খাওয়া অব¯’ায় এবং দক্ষিন পাচাউন গৌরাঙ্গ দত্তের বাশঁ ঝাড়ের ভিতর বাম হাতের কুনুই হতে আংগুল পর্যন্ত অপর ১টি অঙ্গ আংশিক শিয়ালে খাওয়া অব¯’ায় উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরের অন্যান্য অংশ উদ্ধার করাসহ ঘটনার রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে। এ সময় উপ¯ি’ত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর,শিক্ষানুবিস সহকারী পুলিশ সুপার তানজিল, কোর্ট ইন্সপেক্টর ইউনুছ, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, ডিবির ওসি সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।