সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
সৈয়দ আশফাক তানভীর :: কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ১২তম আউটলেট ঘাটেরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন হয়েছে। ২২ জুন বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এভিপি ও কুলাউড়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুলাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইভিপি ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এসএভিপি ও শ্রীমঙ্গল শাখা প্রধান মোঃ হাবিবুর রহমান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার সিনিয়ন অফিসার ও বিনিয়োগ ইনচার্জ আব্দুল মুহিত প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঘাটেরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর পরিচালক মোঃ মতিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মারুফ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর, ভুকশিমইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান প্রমুখ।