রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
জুড়ী প্রতিনিধি: জুড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সোনিয়া সুলতানা যোগদান করেছেন। তিনি জেলার জুড়ীতে প্রথম নবাগত নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গত সোমবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এর নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সুনামগঞ্জ জেলায় পদায়িত হয়েছেন। এদিকে জুড়ীর নবাগত ইউএনও সোনিয়া সুলতানা (৩১তম বিসিএস ক্যাডার) এর পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও ছিলেন।