বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মুন্সিগঞ্জে পদ্মা সেতু প্রকল্পের চীনা এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। তিনি অসাবধানতাবশত পদ্মায় পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পদ্মা সেতুর পাশে নির্মাণাধীন বিদ্যুৎ টাওয়ারের কাছ থেকে মঙ্গলবার রাত আটটার দিকে নিখোঁজ হন ঝাও নামে ওই প্রকৌশলী। তাকে উদ্ধারে নদীতে মঙ্গলবার রাত থেকে চলছে উদ্ধারকাজ।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝাওয়ের সহকর্মীদের বরাত দিয়ে তিনি জানান, ঝাওকে সবশেষ ওই টাওয়ারের কাছে দেখা গিয়েছিল। সেখানে নির্মাণকাজ তদারকি করছিলেন তিনি। তবে রাত সাড়ে আটটা থেকে তাকে কোথাও পাওয়া যায়নি।
নদীতে পড়ে গিয়েছে ধারণা করে নৌ পুলিশকে খবর দেয়া হয়। রাতভর পদ্মায় তাকে খুঁজেছে নৌ পুলিশ। বুধবার সকালে খবর দেয়া হয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘সারা রাত চেষ্টা করেও তাকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের রেসকিউ টিম উদ্ধারের জন্য নদীতে রয়েছে।’