শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : নতুন বছরটা ভালোবাসার হাত ধরে হাঁটতে চান হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। শুরু থেকেই বিষয়টিতে মনোযোগ দিয়েছেন। এমনকি প্রেমিক খুঁজতে নিচ্ছেন ডেটিং অ্যাপের সহায়তা। টাইমস অব লন্ডনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
শ্যারন বলেন, ‘আমি শুধু টিন্ডারে গিয়ে সম্পর্ক খুঁজতে বা কাউকে দেখতে চাইনি। তোমরা কি বুঝতে পারছ যা আমি বোঝাতে চাচ্ছি? এটা খুব সহজ কাউকে পছন্দ করা এবং তাঁর সঙ্গে যৌনতায় মেতে ওঠা।’
অভিনেত্রী জানান, তিনি অনলাইন ডেটিংয়ে কিছুটা সাফল্য পেয়েছেন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন দুজন পুরুষের সঙ্গে কথাও বলছিলেন। যদিও তাদের সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে দেখা করেননি স্টোন।
তিনি বলেন, ‘আমি প্রায় একজন থেরাপিস্টের মতো ছিলাম। তাদের একজনের স্ত্রী বিবাহবিচ্ছেদ চাইছিল এবং তার দুটি ছোট বাচ্চাও রয়েছে। তিনি সেই প্রক্রিয়ায় খুব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে সেই সময়টায় সাহায্য করেছি। অপর একজনের বিচ্ছেদ হয়েছিল তাঁর প্রেমিকার সঙ্গে। তারা একে অপরকে ভালবাসতো কিন্তু মেয়েটি গর্ভবতী হয় এবং বিয়ে করার পরিবর্তে নিজের গর্ভপাত করায়। ছেলেটি এখনও তাকে খুব ভালোবাসে। আমি তাকে এই বিষন্নতা থেকে দুরে থাকতে সহায়তা করেছি। এটা আমাদের উভয়ের জন্য সত্যিই ভালো ছিল। আমি এটা কীভাবে ব্যাখ্যা করব জানি না।’
তবে অন্যজন ছিলেন মাদকাসক্ত। এমনটা উল্লেখ করে শ্যারন বলেন, ‘একজন হেরোইন আসক্ত ব্যক্তির সঙ্গেও আমার কথা হয়েছে ডেটিং অ্যাপে। তিনি আমাকে ছবিও পাঠিয়েছেন। দেখে মনে হয়েছে নিজের শরীরে প্রায় ২০ হাজার ইনজেকশন নিয়েছেন তিনি।’