1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অবিশ্বাস্য কামব্যাকে প্রথম গ্র্যান্ডস্লাম জয় করলেন সিনার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে সেমিফাইনালে হারিয়ে দেয়া সেই ইয়ানিক সিনারের হাতেই উঠল এবারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। তবে এটি সহজে আসেনি। রুশ খেলোয়াড় দানিল মেদভেদেভের বিপক্ষে প্রথম দুই সেট হেরেও অবিশ্বাস্য কামব্যাকে রূপকথার মতোই জয় তুলে নেন ২২ বছর বয়সী ইতালিয়ান খেলোয়াড়। তিনি জিতেছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।

চতুর্থ বাছাই সিনার সেমিফাইনালে বীরোচিত পারফর্ম করলেও ফাইনালে শুরুতে দানিলের গতিময় খেলার সঙ্গে পেরে উঠছিলেন না। ধীরে ধীরে তিনি ছন্দ খুঁজে পান এবং টানা তিন সেট জিতে নেন।

২০২২ সালের ফাইনালেও নাদালের বিপক্ষে দুই সেটে এগিয়ে থাকার সুবিধা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেননি দানিল। আজও একই পরিণতি। এছাড়া ২০২১ সালে এই মেলবোর্নে ফাইনালে তিনি হেরেছেন নোভাক জোকোভিচের কাছে। মেলবোর্নে আজ তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে নেমেও তিনি পরাজিত হলেন।

এ নিয়ে ছয়বার গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলে পাঁচটিতেই হারলেন দানিল। ২০২১ সালে তিনি জিতেছেন ইউএস ওপেন শিরোপা, যা তার একমাত্র মেজর শিরোপা।

হার শেষে দানিল বলেন, ‘ফাইনালে পরাজয় বড় কষ্টদায়ক, তবে আগেভাগে হারের চেয়ে বরং ফাইনাল খেলাটাও গৌরবের। আমি সব সময়ই জিততে চাই। আশাকরি পরেরবার আরো শক্তভাবে ফিরে আসব আমি।’

এদিকে, ১৯৮৮ সালের পর তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সিনার। তার চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জেতার কীর্তি আছে নোভাক জোকোভিচ (২০০৮) ও জিম কুরিয়ারের (১৯৯২)। আজ জিম কুরিয়ারই সিনারের হাতে ট্রফি তুলে দিয়েছেন।

সিনারকে উদ্দেশ্য করে দানিল বলেছেন, ‘সম্ভবত এটাই তোমার শেষ গ্র্যান্ডস্লাম নয়।’

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..