সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। ইতোমধ্যেই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সামনের ম্যাচগুলোতে মাঠে নামবে টাইগার যুবারা। তবে কাজটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য।
এবারের যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী, অংশগ্রহণকারী ১৬ দলের ১২টি দলই জায়গা পেয়েছে সুপার সিক্সে। প্রতি গ্রুপে ৬টি করে দল নিয়ে দুইটি গ্রুপ করা হয়েছে, যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ ওয়ানে।
প্রতিটি গ্রুপে ছয়টি করে দল থাকলে প্রতিটি দল সুপার সিক্সে দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ ওয়ানে থাকা বাংলাদেশ সুপার সিক্সে লড়বে পাকিস্তান ও নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।
সুপার সিক্সে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। ম্যাচদুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্লুমফন্টেইন ও বেনোনিতে।