শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট)।
পাকিস্তানের সাধারণ নির্বাচন ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। তার আট দিন আগে এই রায় আসল। এবার নির্বাচনে পিটিআই নির্বাচনী প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ সফরে পাওয়া রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত হন। এসব উপহারের মূল্য ১৪ কোটি পাকিস্তানি রুপি।
এর আগে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগে দায়ের (সাইফার) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি বিশেষ আদালত।