1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ক্লপের ‘ডাবল সেঞ্চুরি’র দিনে চেলসির জালে লিভারপুলের একহালি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : লিভারপুলের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে জয়ের ‘ডাবল সেঞ্চুরি’ করলেন ইয়ুর্গেন ক্লপ। তার এমন কীর্তির দিনে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। বুধবার (৩১ জানুয়ারি) ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগ ম্যাচে ৪-১ গোলে জিতেছে লিভারপুল। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন দিয়াগো জোতা, কনর ব্র্যাডলি, দমিনিক সোবোসলাই ও লুইস দিয়াস। চেলসির একমাত্র গোলটি করেন ক্রিস্টোফার এনকুনকু।

পুরো ম্যাচে আক্রমণের ঝড় তোলে লিভারপুল। অলরেডসদের ২৮ শটের বিপরীতে চেলসি করতে পেরেছে মাত্র ৪টি। এতেই বুঝা যায় ম্যাচে কতটা আধিপত্য বিস্তার করে খেলেছে য়্যুর্গেন ক্লপের শিষ্যরা। এ জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান সুসংহত করল লিভারপুল।

মৌসুম শেষে ক্লপের লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর প্রিমিয়ার লিগে প্রথমবার মাঠ নামে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে দুই গোল পায় স্বাগতিকরা। ম্যাচের ২৩তম মিনিটে কনর ব্র্যাডলির অ্যাসিস্টে দলের হয়ে প্রথম গোল করেন দিয়াগো জোতা। প্রথম গোল পেয়েও আরও মরিয়া হয়ে ওঠে লিভারপুল। তার ফল ধরা দেয় ৩৯তম মিনিটে। লুইস দিয়াসের অ্যাসিস্ট থেকে এবার দলের লিড দ্বিগুন করেন কনর ব্র্যাডলি। বিরতির আগেই লিড ৩-০ হতো যদি না ডারউইন নুনেস পেনাল্টি মিস না করতেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে উঠে চেলসি। কিন্তু উল্টো ম্যাচের ৬৫তম মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে ব্লুজরা। এবার কনর ব্র্যাডলির অ্যাসিস্ট থেকে গোল করেন দমিনিক সোবোসলাই। তৃতীয় গোল খাওয়ার ৬ষ্ঠ মিনিটের দলের হয়ে একমাত্র গোলটি করেন চেলসির ক্রিস্টোফার এনকুকু। আর ম্যাচে ৭৯তম মিনিটে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকেন লুইস দিয়াস।

প্রিমিয়ার লিগে এই দুই দলের মুখোমুখি টানা পাঁচ ম্যাচ ড্রয়ের পর অবশেষে জিতল কোনো দল।এই জয়ে জার্মান কোচ ক্লপ ৩১৮তম ম্যাচে জয়ের ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন। তার চেয়ে কম ম্যাচে প্রিমিয়ার লিগে ২০০তম জয়ের স্বাদ পেয়েছেন কেবল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি মাত্র ২৬৯ ম্যাচ এ কৃতিত্ব অর্জন করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..