শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ::গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যু সংবাদ। অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকেই জানানো হয় খবরটি। তবুও বিশ্বাস করছেন না অনেকে। কারও কারও দাবি, পুনম নিজেই মিথ্যা খবরটি ছড়িয়েছেন। এবার এই তালিকায় নাম উঠল পুনমের এক কাছের বন্ধুর। তিনি দাবি করেছেন পুনম বেঁচে আছেন। নিজেই মৃত্যুর ছড়িয়েছেন। বিষয়টি তিনি উপভোগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। পুনমের ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার উমের সান্ধু গতকাল তার মৃত্যু সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছিলেন সোশাল মিডিয়ায়। তবে আজ তার সোশ্যাল হ্যান্ডেল বলছে অন্য কথা। এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লিখেছেন, ”পুনমের তুতো বোনের সঙ্গে কথা হলো। পুনম বেঁচে আছেন। নিজের মৃত্যু সংবাদ এনজয় করছেন!”
অন্যদিকে আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে পুনমের দেহরক্ষী জানিয়েছেন, ”রবিবার রাতে আমিও তো পুনমের সঙ্গে ছিলাম। ওকে দেখে তো অসুস্থ মনে হয়নি। পুনমের বোনকে ফোন করলেও, সে ধরছেন না। জানি না ঠিক কী হয়েছে।”
পুনমের ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার উমের সান্ধু গতকাল তার মৃত্যু সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছিলেন সোশাল মিডিয়ায়। তবে আজ তার সোশ্যাল হ্যান্ডেল বলছে অন্য কথা। এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লিখেছেন, ”পুনমের তুতো বোনের সঙ্গে কথা হলো। পুনম বেঁচে আছেন। নিজের মৃত্যু সংবাদ এনজয় করছেন!”
অন্যদিকে আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে পুনমের দেহরক্ষী জানিয়েছেন, ”রবিবার রাতে আমিও তো পুনমের সঙ্গে ছিলাম। ওকে দেখে তো অসুস্থ মনে হয়নি। পুনমের বোনকে ফোন করলেও, সে ধরছেন না। জানি না ঠিক কী হয়েছে।”
২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম।
তবে সেসময় ওই ঘোষণা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পুনম। পরের বছর নাম লিখিয়েছিলেন বলিউডে। অভিনয় করেছিলেন ‘নাশা’ সিনেমায়। এছাড়া ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।