1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১০ জনের দল নিয়েও বার্সার সহজ জয়

  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ভিতর রকি রাতটা মনে রাখতে চাইবেন, আবার ভুলেও যেতেও চাইবেন। গতকাল আলাভেজের বিপক্ষে আবারও বদলি নেমেই পেয়েছেন গোল। তবে সেই গোলের কিছুক্ষণ পর দেখলেন লাল কার্ডও, যেই কার্ড নিয়ে হচ্ছে বেশ বিতর্ক। রকির এমন অম্ল-মধুর অভিজ্ঞতার ম্যাচে বার্সেলোনা অবশ্য জিতেছে সহজেই। আলাভেজকে হারিয়েছে ৩-১ গোলে।

লা লিগায় আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বার্সার জয়ের নায়ক ছিলেন এই রকি। বদলি হয়ে নেমে ৬৮ সেকেন্ডের মাথায় গোল করে বার্সাকে ৩ পয়েন্ট এনে দেন এই ব্রাজিলিয়ান তরু। গতকাল চোট নিয়ে ইলকায় গুনদোয়ানের বদলি হয়ে তিনি মাঠে নামেন ৫৯ মিনিটে। এরপর ৬৩ মিনিটে করেন গোল। যেই গোলের পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি।

রকির গোলটি ছিল বার্সেলোনার তৃতীয়। এর আগে আলাভেজের মাঠে গোলখাতা খোলেন রবার্ট লেভানডস্কি। ২২তম মিনিটে গুনদোয়ানের দারুণ অ্যাসিস্টে বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার। যা গত ১০ ডিসেম্বরের পর লা লিগায় তার প্রথম গোল। বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে গুনদোয়ানই বার্সাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। যদিও দুই মিনিট পরই সামু ওমোরোদিওনের সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় আলাভেস।

এরপর রকি কাণ্ডে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ ২০ মিনিট একজন কম নিয়ে খেলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বার্সা এখন তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৫, রিয়াল মাদ্রিদের ৫৭।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..