সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : হায়দরাবাদ টেস্টে নাটকীয় জয় পাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ২৫৩ রানে। ওপেনার যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পর পেসার জাসপ্রিত বুমরার ছয় উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে বুমরার আগুনে বোলিংয়ে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৩ রানে। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রানে দিন শেষ করেছে ভারত।
জয়সওয়াল ১৫ ও অধিনায়ক রোহিত শর্মা ১৩ রানে অপরাজিত। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে ১৭১ রানে। এদিকে, ৩৪ টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা, যা ভারতের পেসারদের মধ্যে দ্রুততম।