ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জনী নামে এক যুবকের মৃত্যু
আপডেট টাইম :
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
৩৮১
বার পঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের পরিচিত মুখ জনী হায়দার (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে মৌলভীবাজার শহরের ওয়াপদা সড়কে এই ঘটনাটি ঘটে।
জনী হায়দার মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায় দুপুরে মোটরসাইকেল চালিয়ে জনী শহরের কোড এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের সোনা ভবননের সম্মুর্খে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৬১১-৯০৬৪১৪.(ওয়ার্সআপ) ০১৭৬১৭১৫৭৮৬
প্রধান উপদেষ্টা :এডভোকেট মুজিবুর রহমান মুজিব ।।
পৃষ্টপোষক: সৈয়দ গৌছুল হোসেন//
বাংলাদেশ অফিস:জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার- ৩২০০।
বার্তা সম্পাদক ও ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭।
আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯
লন্ডন অফিস:শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/ [email protected]