বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : জার্মান চ্যান্সেলর ওলাজ শলৎস বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে সোমবার তিনি এ কথা বলেন।
শলৎসের মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, জার্মান সরকারের মতে,একমাত্র দ্বিরাষ্ট্র নীতি নিয়ে আলোচনাই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে। আর গাজা ও পশ্চিম তীর উভয় অংশেই এটির বাস্তবায়ন করতে হবে।