সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভারত-নেপালের ম্যাচ হয়ে উঠেছিল অঘোষিত সেমিফাইনাল। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত।লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হার একটা সম্ভাবনা তৈরি করেছিল নেপালের সামনে। হিমালয়ের দেশটি জিতলেই উঠতো ফাইনালে। ভারতের দরকার ছিল ড্র। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন সামর্থ্য দেখাতে পারেনি।বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকেছিল নেপাল। অন্যদিকে শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিল ভারত।
এদিন ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রেখেছিল নেপাল। এরপরই গোলে উৎসব শুরু করে ভারতীয় মেয়েরা। ৫৪, ৮১, ৮৬তম মিনিট ও ইনজুরি সময়ে গোল করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান রানার্সআপরা।আগামী ৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে ভারতকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।