শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে বুধবার ইসরায়েল সফর করছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ পঞ্চম মাসে গড়ানোর প্রেক্ষিতে তিনি এই চুক্তিকে ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলে ব্লিংকেন দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্যে সৌদি আরব, মিসর ও কাতার সফর করেছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাবে হামাস সাড়া দিয়েছে।
দোহায় ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, হামাস কিছু মন্তব্যসহ নতুন প্রস্তাবে সাড়া দিয়েছে। কিন্তু সাধারণভাবে এটি ইতিবাচক।
এ পরিপ্রেক্ষিতে ব্লিংকেন বলেছেন, হামাসের জবাব ইসরায়েলকে জানানো হয়েছে। তিনি ইসরায়েল সফরকালে এ নিয়ে আলোচনা করবেন।
তবে এ নিয়ে আরও অনেক কিছু করার রয়েছে উল্লেখ করে ব্লিংকেন আশা প্রকাশ করেন যে চুক্তি হওয়া সম্ভব এবং এটি অপরিহার্য।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের মন্তব্যসহ জবাব গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা এর বিস্তারিত দিক খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত বছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।