সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কাছে ১৬ রানে হারলো ফরচুন বরিশাল। মঙ্গলবার শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে বরিশাল। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি তামিম ইকবালের দল।
দলের অন্য খেলোয়াড়রা ব্যর্থ হলেও একপাশ আগলে রাখেন তামিম ইকবাল।
তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ বলে ৩০ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি।
প্রথমে রান তাড়ায় নেমে ২৮ রানের উদ্বোধনী জুটি পায় বরিশাল। ১৬ রান করে আউট হন আহমেদ শেহজাদ। এরপর সৌম্য ও মেহেদী হাসান মিরাজ কোনো রান না করেই আউট হন।
এর আগে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই ব্যর্থ হন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ১০ রান যোগ করে বিদায় নেন তিনি। তবে জস ব্রাউন লড়তে থাকেন। তিনিও ৩৮ রানের বেশি করতে পারেননি।
এরপর এক প্রান্তে আগলে রাখেন টম ব্রুস। অপরপ্রান্তে উইকেট হারাতে থাকেন শাহাদাত হোসাইন দিপু, নজিবউল্লাহ জাদরান ও সৈকত আলী। শেষ পর্যন্ত টম ব্রুসের ৫০ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।
বরিশালের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ ইমরান। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।