শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ইনজুরির সঙ্গে লড়াই করেও টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। লাল বলে গত বছরের জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলা হয়নি এই ডানহাতি পেসারের। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন তাসকিন। বিপিএলের ম্যাচ শেষে টেস্ট খেলতে না চাওয়ার মূল কারণও জানিয়েছেন তিনি।
নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তাসকিন বলেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়ে যাওয়া) ছিল। এখনো ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। টিয়ারটা আরেকটু বড় হলে সার্জারি বাধ্যতামূলক তখন কমপক্ষে আট মাস থেকে এক বছর মাঠের বাইরে থাকতে হবে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’
আপাতত টেস্ট থেকে দূরে থাকতে চাইলেও পুরো ফিট হলে আবারও লাল বলের ক্রিকেট খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তাসকিন। ডানহাতি এই পেসার বলেন, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম যে আমাকে সম্ভব হলে টেস্ট থেকে বিরত রাখতে। যদি আগামীতে অবস্থার উন্নতি হয়, তাহলে চেষ্টা করব টেস্ট খেলার। এ জন্য বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়।’
বিপিএলের নিয়মিত মুখ তাসকিন। অনেক সাফল্যের সাক্ষীও তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যোগ করলেন তিনি। মোসাদ্দেক হোসেনের চোটে প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টাইগার পেসার।
তাসকিন বলেন, ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছে, নিজের তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। প্রথম ১০ ওভার আশাবাদী ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে যেতে হয়েছে।’