1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পাসপোর্ট জমা দিতে হলো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে

  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে তার পাসপোর্ট সমর্পণ করতে হয়েছে। ২০২৩ সালে ব্রাজিলের কংগ্রেসে সমর্থকদের তাণ্ডব চালানোর বিষয়ে তদন্তের মধ্যেই তাকে পাসপোর্ট জমা দিতে হলো।

পুলিশ বলসোনারোকে তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরেও ক্ষমতায় থাকার ব্যর্থ ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে।

বলসোনারোর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলছেন, এ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দলের প্রধানকেও আটক করা হয়েছে।

২০২২ সালের অক্টোবরে নির্বাচনে পরাজিত হওয়ার পর বলসোনারোকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্রে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়িয়েছিলেন, যা সমর্থকদের উসকে দিয়েছিল। তারা দাবি করেন, বলসোনারোকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল।

কংগ্রেসে যখন তাণ্ডব চলে তখন বলসোনারো যুক্তরাষ্ট্রে ছিলেন। বৃহস্পতিবার সাবেক এ প্রেসিডেন্ট দোষ অস্বীকার করেন। তিনি বলেন, এক বছরের বেশি সময় আগে থেকে আমি সরকারে নেই। এরপর থেকে আমি অব্যাহতভাবে নিপীড়নের স্বীকার।

বলসোনারো ২০২৩ সালের মার্চে ব্রাজিলে ফিরে আসেন। ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে ভিত্তিহীন সন্দেহ প্রকাশ করায় তিনি আট বছরের জন্য নিষিদ্ধ হন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..