মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
বিকুল চক্রবর্তী :: জাগতিক মঙ্গলকামনায় গ্রীষ্মকালীণ ফলফলাদি দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল দক্ষিন উত্তরশূর শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরে অনুষ্ঠিত হয়েছে দধিচিড়া মহোৎসব।
বৃহস্পতিবার সকালে দধি চিড়া উৎসব উপলক্ষে আয়োজন করা হয় পূর্জাচনা, ধর্মালোচনা, হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ।
এ সময় ধর্মআলোচনা, ধমীর্য় সংগীত ও পূর্জাচনায় অংশনেন সুমেধা শ্যাম দাশ ব্রম্মচারী, রবিজা কৃষ্ণ দাশ অধিকারী, আনন্দ মোহন কেশব দাশ অধিকারী আশিষ, শচিন্দ্র মোহন দাশ অধিকারী সঞ্জয় কুমার দে, শ্রীমা রানী দাশ, শিখা দে, স্বর্ণা দাশ, ননী গোপ দাশ অধিকারী,অচ্যুতা দেবী দাশী ও দিবা রানী দেব নাথ।
আয়োজকরা জানান, করোনার কারণে নিত্য পূর্জাচনা ছাড়া অন্যকিছু হচ্ছেনা। প্রতিবছর আম কাঠালের এ মৌসুমে ভগবানের উদ্দেশ্যে দধিচিড়া সংযুক্তে তা নিবেদন করা হয়। জাগতিক মঙ্গল কামানায় সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ আয়োজন করেন।