শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন আজ (১১ ফেব্রুয়ারি)। জন্মদিন উপলক্ষে শনিবার রাতেই অভিনেত্রী কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন।
শনিবার মধ্যরাতে মিমিকে সারপ্রাইজ দিতে অভিনেত্রীর বাড়িতে হাজির হন ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। মিমি আগে থেকে তা টের পাননি।
ফলে, বন্ধুদের দেখেই চমকে যান তিনি।
সামাজিক মাধ্যমে মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি একটি ভিডিও অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন।
সেখানে দেখা যাচ্ছে, নাইট ড্রেস পরে আছেন মিমি। অভিনেত্রী বলছেন, ‘তোমরা সবাই এখানে। আমাকে একটু প্রস্তুত হতে সময় দাও। ‘
তারপর অভিনেত্রী সকলের সঙ্গে বসে কেক কেটে জন্মদিনের উদ্যাপন শুরু করেছেন।
আরও পড়ুন: ফের নতুন সিনেমার ঘোষণা দিলেন শাবনূর
শুক্রবার থেকেই মিমির জন্মদিনের উদ্যাপন শুরু হয়। ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিশেষ পার্টি দেন মিমি। সেখানে প্রসেনজিৎ চট্টপোধ্যায়, জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মৈনাক ভৌমিক-সহ অনেকেই উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে নীল পোশাকে সুসজ্জিত নায়িকা কেক কাটেন।
জানা গেছে, এ দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন মিমি।
সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির প্রথম ওয়েব সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’। এ ছাড়াও ওটিটিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘পলাশের বিয়ে’।