শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজােরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমিক স্তর ও প্রাথমিক স্তর নির্বাচন ২০২৪ইং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ঘটিকা থেকে বিকেল ৪ঘটিকা পযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণে প্রিজাইডিং অফিসার হিসেবে সাদিয়া সুলতানা তনু সহকারী কমিশনার (ভূমি),মৌলভীবাজার সদর নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির ২০২৪ইং নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত নির্বাচনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৪জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর।
নির্বাচনে বিজয়ী হলেন, মাধ্যমিক স্তর র সৈয়দ মোঃ মুহিব প্রথম (নির্বাচিত) তিনি ভোট পেয়েছেন ২২৩,দ্বিতীয় (নির্বাচিত) আব্দুল কালাম বেলাল পেয়েছেন ২০৫ভোট,তৃতীয় হয়েছেন সৈয়দ বদরুল হক টিটু প্রাপ্ত ভোট ১৩২,চতুর্থ হয়েছেন জায়েদ আহমেদ কোরেশী পেয়েছেন ৯৯ভোট।
প্রাথমিক স্তরে বিজয়ী হলেন, প্রথম (নির্বাচিত) সৈয়দ শাহ মনসুর আহমদ ভোট পেয়েছেন ১৯৩,দ্বিতীয় (নির্বাচিত)মহিউদ্দিন ফহিম চৌধুরী প্রাপ্ত ভোট পেয়েছেন ১৮৩,তৃতীয় হয়েছেন শ্রীকান্ত ধর প্রাপ্ত ১৩৮ভোট।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম,স্কুলের শিক্ষক,অভিভাবকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।