সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে ’২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ০৪-১০ গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার নির্বাচিত হন তিনি।
বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলামের হাতে শুদ্ধাচার পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে। এছাড়া জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও নজরুল ইসলাম জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, আমার এই প্রাপ্তি উপজেলায় কর্মস্পৃহাকে আরো গতিশীল করবে। এ পুরস্কার আগামীতে আরো ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।